Posts

অতিথি কে নারায়ণ জ্ঞানে সেবা করা হয় কেন ?

Image
     অতিথি কে আমরা নারায়ণ জ্ঞানে সেবা করি কেনো ------       মানুষ সামাজিক জীব। একে অপরের মধ্যে ভাব বিনিময় করে, আত্মীয়তার সূত্রে একে অপরের স্থানে যাতায়াত করে। আত্মীয়তার বন্ধন যাতে সুদৃঢ় হয়, তাই আমরা একে অপরকে সেবা এবং সহযোগিতা করি। তাই শাস্ত্র গ্রন্থ আমাদের শেখায় শুধুমাত্র পিতৃ দেব ভব নয়, যেনো অতিথি দেব ভব হয়ে উঠতে পারি। অতিথি আমাদের কাছে যেন নারায়ণ। আত্মীয়তা সূত্রে আবদ্ধ যারা, তারা সহ বাকি রাও সকলেই যেন আমাদের আত্মীয়। সকলের মধ্যে সৌহর্দ্য বর্ধনার জন্য অতিথি দের আত্ম জ্ঞানে যাতে সেবা করতে পারি তাই বৈদিক শাস্ত্র আমাদের অতিথি দেব ভব হয়ে ওঠার শিক্ষা দেয়। তাহলে তাদের নারায়ণ বলি কেন। নারায়ণ শব্দ টিকে ভাঙলে দুইটি পদ পাওয়া যায়, নর এবং অয়ন। নর শব্দের পরে অন প্রত্যয় যোগ করে হয় ' নার ' , মানে নর সমূহ। আর  ' অয়ন ' মানে পদ। তাই নারায়ণ মানে মানুষের জীবন পদ। অতিথি দের নারায়ণ জ্ঞান করলে অতিথিদের শুভ গুন গুলিই যেনো আমাদের জীবন পথে আলোকিত হয়ে ওঠে। অতিথি দের নারায়ণ জ্ঞানে শ্রদ্ধা করলে তাদের ইতিবাচক মনোভাব গুলি আমাদের চলনে অভ্যস্ত হয়ে ওঠ...

বিদ্যা ও শিক্ষা কি এক নাকি আলাদা ??

Image
বিদ্যা ও শিক্ষা বিদ্যা ও শিক্ষা আপাতদৃষ্টিতে এক মনে হলেও বিষয় দুটি আলাদা। বিদ্যা শব্দটির মধ্যে বিদ্  ধাতু আছে যার অর্থ জানা। শিক্ষার মধ্যে শেখার একটা বিষয় আছে। জানা হলো জ্ঞান অর্জন করা। শেখা হল হাতে-কলমে আয়ত্ত করা। বিদ্যা হল একটা জ্ঞান যা আমরা লাভ করি এবং বিদ্বান হই । যেখানে গিয়ে আমরা এই বিদ্যা বা জ্ঞানটিকে লাভ করি সেটিকে বলি বিদ্যালয়। শিক্ষা হল অভ্যাস ও ব্যবহার। "অভ্যাস ব্যবহার যার যত, শিক্ষাও হয় তার তত।"বিদ্যার জ্ঞান যখন আমাদের অভ্যাস ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে উন্নত করে তখনই হয়ে ওঠে আমাদের শিক্ষা। বিদ্যাকে ইংরেজিতে বলে নলেজ। শিক্ষা হলো এডুকেশন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেষ্টেশন অফ পারফেকশন। অর্থাৎ শিক্ষা হলো, তাই পূর্ণতার প্রকাশ হলো। তাই যারা শেখান, তাদেরকে শিক্ষক বলা হয়। এই শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক হতে পারে বাড়ির মা বাবা পরিবেশের যে ব্যক্তিত্বর কাছ থেকে হাতে কলমে অভ্যাস ও ব্যবহারের পাঠ নেওয়া হয়, তিনি হবেন শিক্ষক। বিদ্যার তুলনায় শিক্ষকের স্থান ছাত্রের জীবনে অনেক বেশি। শিক্ষক শিক্ষিত হয়ে বিদ্যাকে দান করে ছাত্রদের। বিদ্যা আমাদের জীবনে নতুন প্রাণের সঞ্চা...