অতিথি কে নারায়ণ জ্ঞানে সেবা করা হয় কেন ?

অতিথি কে আমরা নারায়ণ জ্ঞানে সেবা করি কেনো ------ মানুষ সামাজিক জীব। একে অপরের মধ্যে ভাব বিনিময় করে, আত্মীয়তার সূত্রে একে অপরের স্থানে যাতায়াত করে। আত্মীয়তার বন্ধন যাতে সুদৃঢ় হয়, তাই আমরা একে অপরকে সেবা এবং সহযোগিতা করি। তাই শাস্ত্র গ্রন্থ আমাদের শেখায় শুধুমাত্র পিতৃ দেব ভব নয়, যেনো অতিথি দেব ভব হয়ে উঠতে পারি। অতিথি আমাদের কাছে যেন নারায়ণ। আত্মীয়তা সূত্রে আবদ্ধ যারা, তারা সহ বাকি রাও সকলেই যেন আমাদের আত্মীয়। সকলের মধ্যে সৌহর্দ্য বর্ধনার জন্য অতিথি দের আত্ম জ্ঞানে যাতে সেবা করতে পারি তাই বৈদিক শাস্ত্র আমাদের অতিথি দেব ভব হয়ে ওঠার শিক্ষা দেয়। তাহলে তাদের নারায়ণ বলি কেন। নারায়ণ শব্দ টিকে ভাঙলে দুইটি পদ পাওয়া যায়, নর এবং অয়ন। নর শব্দের পরে অন প্রত্যয় যোগ করে হয় ' নার ' , মানে নর সমূহ। আর ' অয়ন ' মানে পদ। তাই নারায়ণ মানে মানুষের জীবন পদ। অতিথি দের নারায়ণ জ্ঞান করলে অতিথিদের শুভ গুন গুলিই যেনো আমাদের জীবন পথে আলোকিত হয়ে ওঠে। অতিথি দের নারায়ণ জ্ঞানে শ্রদ্ধা করলে তাদের ইতিবাচক মনোভাব গুলি আমাদের চলনে অভ্যস্ত হয়ে ওঠ...